বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

জিপিএ-৫ এর মহোৎসব: শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১:০১ : অপরাহ্ণ

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবার মোট পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ‘অটোপাশের’ বছরে সারাদেশ থেকে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।

কিন্তু সংক্ষিপ্ত পাঠ্যক্রমে ২০২১ সালের জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেছে।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ২৭ হাজার ৩৬২ জন।

২০১৯ ও ২০১৮ সালে জিপিএ-৫ পায় যথাক্রমে ৪৭,২৮৬ এবং ২৯,২৬২ জন।

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এ বছর এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে মোট ৫৯ হাজার ২৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ঢাকার পর এগিয়ে আছে রাজশাহী বোর্ড; রাজশাহীতে জিপিএ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

এরপরেই যশোরে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, কুমিল্লায় জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন, চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন, বরিশালে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন, ময়মনসিংহে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী এবং সিলেটে পেয়েছে ৪ হাজার ৭৩১ জন।

জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ১৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

আরও পড়ুন:

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ

আলিমে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর