শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

গতবারের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৯৬ শতাংশ।

পাশাপাশি বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

এবার এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী।

তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।

আজ রোববার বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় এই বিভাগে অংশ নেয় ৯৯ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন।

ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন। আর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

আরও পড়ুন:

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা

জিপিএ-৫ এর মহোৎসব: শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ

আলিমে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর