শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজারের নিচে



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৯ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৩০ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন: দাম বেড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এখন ১২৪০ টাকা

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী।

এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

রাস্তায় ঘুমানো বস্তির সেই মেয়েটি আজ মাইক্রোসফটের কর্মকর্তা!

অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর