বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে তিন দিন পর করোনায় ৩ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে টানা তিন দিন মৃত্যু শূন্য ছিল চট্টগ্রাম।

তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭২৯ জনের।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারী-বেসরকারী ১৪টি ল্যাবে ২ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ।

আরও পড়ুন: যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫৩০ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

বাকি ১৯৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ৭, আনোয়ারার ২০, চন্দনাইশের ৪, পটিয়ার ২৭, বোয়ালখালীর ২২, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ার ৯, রাউজানের ৩০, হাটহাজারীর ৩০, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ১১ জন রয়েছেন।

এর আগে গতকাল সোমবার করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৮৭ জনের।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে নগরের বাসিন্দা ৮৭ হাজার ৮০৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

আর চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের।

এর মধ্যে ৭৩৩ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর