শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

শেষ মুহূর্তে রোমাঞ্চ, ইয়াসিরের লড়াইয়ের পরও জয় পেলো না খুলনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২২ ৯:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশাল শেষের নাটকীয়তায় জিতেছে ৬ রানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে বরিশাল।

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বরিশাল।

২৪ রানের মধ্যে ৩ উইকেটের পতনের পর অধিনায়ক সাকিব আল হাসানের সাথে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৭৯ রানের পার্টনারশিপ।

শুরুতে রানের গতি শ্লথ থাকলেও সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে পথ খুঁজে পায় বরিশাল।

তবে অল্পের জন্য সাকিব পাননি অর্ধশতকের দেখা। ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪১ রান করে বিদায় নেন।

অর্ধশতক হাতছাড়ার আক্ষেপে পুড়তে হয় শান্তকেও। ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৪৫ রান করেন তিনি।

সাকিব ও শান্তর বিদায়ের পর আবারও কমে যায় বরিশালের রানের গতি। মুজিব উর রহমান খেলেন ৬ বলে ১২ রানের ক্যামিও।

তবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস।

খুলনার পক্ষে খালেদ আহমেদ তিনটি এবং কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে অনেক ধীরগতিতে ব্যাটিং শুরু করে খুলনা।

৩৫ রানের মধ্যে দলটি হারায় সৌম্য সরকার (২২ বলে ১৩), রনি তালুকদার (১২ বলে ৬), আন্দ্রে ফ্লেচার (২৩ বলে ১২) ও থিসারা পেরেরাকে (৩ বলে ৪)।

তাদের বিদায়ের পর দল চাপে পড়ে গেলে দেখেশুনে খেলতে থাকেন ইয়াসির আলী চৌধুরী ও মুশফিকুর রহিম।

দুজনই শেষদিকে খোলস ছেড়ে বের হয়ে আসেন।

তবে জয়ের জন্য কাঙ্ক্ষিত রানের দেখা পায়নি খুলনা।

২২ বলে ৩৩ রান করে মুশফিক বিদায় নেওয়ার পরও চেষ্টা চালিয়ে যান ইয়াসির।

তবে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতকের দিনে জয়ের দেখা পাননি ইয়াসির। ৩৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

ইনিংসের শেষ বলে শেখ মেহেদী হাসান ছক্কা হাঁকানোর পরও ৬ উইকেট হারানো খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

৬ রানের জয় পাওয়া বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো শিকার করেন তিনটি উইকেট।

মাত্র ১০ রানের খরচায় সাকিব পান দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল: ১৪৫/১০ (১৮.৫ ওভার)
শান্ত ৪৫, সাকিব ৪১, মুজিব ১২
খালেদ ৪১/৩, ফরহাদ ১৪/২, রাব্বি ২৫/২

খুলনা টাইগার্স: ১৩৯/৬ (২০ ওভার)
ইয়াসির ৫৭*, মুশফিক ৩৩
ব্রাভো ৪০/৩, সাকিব ১০/২

ফল: ফরচুন বরিশাল ৬ রানে জয়ী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর