শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

একদিনে করোনায় শনাক্ত বেড়ে ১৩ হাজার ৫০১, মৃত্যু ৩১



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২২ ৪:৪১ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩১ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার দেশে করোনায় ৩৪ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১২ হাজার ১৮৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী।

এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৬ জন।

এছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনা ৫, সিলেটে ১, রংপুর ৩ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর