শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

গাড়ি কিনতে ৩০ মিনিটে ১০ লাখ রুপি এনে কৃষকের প্রতিশোধ! (ভিডিও)


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ জানুয়ারি, ২০২২ ৭:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রত্যেককে সম্মান করা মানুষের কর্তব্য। তিনি যে বর্ণ বা গোত্রেরই হোন না কেন।

কিন্তু মানুষ কখনও কখনও অন্যের সঙ্গে রূঢ় আচরণ করে ফেলে, যা কষ্ট দেয়।

ইন্ডিয়া ডটকমের খবর, একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলায়।

বন্ধুদের নিয়ে একটি গাড়ির শো-রুমে বোলেরো পিকআপ কিনতে গিয়েছিলেন এক কৃষক। কিন্তু বিক্রয়কর্মী তাদের পাত্তা দেননি।

অভিযোগ, কেম্পেগৌড়া আরএল নামের ওই কৃষককে বিক্রয়কর্মী বলেছেন, পকেটে ১০ রুপিও নেই, ১০ লাখ রুপির গাড়ি কিনবেন কীভাবে।

বিক্রয়কর্মীর এমন মন্তব্যে অপমানিত হন কৃষক। এর পর ওই কৃষকদল বিক্রয়কর্মীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে চলে যান।

কিন্তু কিছুক্ষণ পর ওই শো-রুমে ফিরে যান কৃষক ও তার বন্ধুরা। হাতে নগদ অর্থ।

ওই বিক্রয়কর্মীকে সঙ্গে সঙ্গে সুভ গাড়ি ডেলিভারি দিতে বলেন। এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে।

কেম্পেগৌড়া বলেন, ‘জামাকাপড় এবং আমার অবস্থা দেখে তারা ভেবেছিল, আমি টাকা দেওয়ার মতো অবস্থায় নেই… তাদের একজন ফিল্ড অফিসার আমাকে বলেছিল, আপনার কাছে সম্ভবত ১০ টাকাও নেই, আপনি কী করে এই গাড়ি কিনবেন?’

এমন অপমানের পর কৃষকের এক কাকা বিক্রয়কর্মীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

তিনি বলেন, তিনি যদি গাড়িটি ডেলিভারি দিতে পারেন তো আধা ঘণ্টার মধ্যে অর্থ নিয়ে যাবেন।

৩০ মিনিট পর সত্যিই ১০ লাখ রুপি নিয়ে হাজির হন ওই কৃষক।

আরও পড়ুন: সামনে পাহাড়, পিছনে গভীর খাদ, সরু রাস্তায় গাড়ি ঘুরিয়ে তাক লাগালেন চালক! (ভিডিও)

তিনি বলেন, গাড়ি দাও। কিন্তু তৎক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে অপারগতা জানান বিক্রয়কর্মী।

বিক্রয়কর্মী বলেন, অন্তত দুদিন সময় দিতে। পরে ওই কৃষক স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ তাদের শান্ত করে ঘরে পাঠায়।

https://youtu.be/1T5aStmbFX4

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর