শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার গণঅনশনে


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২২ ১১:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবার গণঅনশন কর্মসূচি শুরু করেছেন।

শনিবার রাতে নতুন করে আরও তিনজন শিক্ষার্থী এই গণঅনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন।

এ নিয়ে মোট ২৭ জন শিক্ষার্থী অনশনে অংশ নিলেন।

এর আগে দুপুরে কাফনের কাপড় পরে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ঘটনায় শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে শনিবার রাতে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাইরের কেউ ইন্ধন দিচ্ছে কি না এ বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনায় বসারও আহ্বান জানান।

রাতে শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইয়াসির সরকার ও মোহাইমিনুল বাশার রাজ শিক্ষার্থীদের পক্ষে এই প্রতিক্রিয়া জানান।

তারা সাংবাদিকদের বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, এই আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের আন্দোলন। এখানে বাইরের কেউ ইন্ধন দিচ্ছে না।

আলোচনায় বসার বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা এখনই আলোচনা করতে রাজি। সেক্ষেত্রে ঢাকা থেকে প্রতিনিধি দল ক্যাম্পাসে এসে কিংবা ভার্চুয়ালি আলোচনা করতে হবে।

এছাড়া শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পরনে কাফনের কাপড়, সামনে প্রতীকী লাশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর