শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

রাজ-পরীর বিয়ের দেনমোহর ১০১ টাকা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২২ ৯:০৭ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পরীমনি মানেই যেন সবার একটু বাড়তি আগ্রহ। এতে নতুন করে যুক্ত হয়েছেন নায়ক রাজ।

সম্প্রতি এই দম্পতির বাবা-মা হওয়ার খবর সাড়া ফেলে সব মাধ্যমে।

বিয়েটা গোপনে করলেও এবার আরেকবার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই তারকা দম্পতি। যেখানে কমতি ছিল না কোন কিছুর।

শুক্রবার হলুদ অনুষ্ঠানের পর শনিবার রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা।

সাদা-হলদে ফুলে সাজানো হয় বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ।

অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে।

সে সময় পরী জানিয়েছিলেন, মাত্র সাত দিনের পরিচয়ে শরিফুল রাজকে বিয়ে করেন তিনি।

বিয়ের আগে দুই পরিবারকেই জানিয়েছিলেন।

এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় তাদের বিয়ে হয়।

সে বিয়ে এবং আজকের বিয়ে নিয়ে পরীমণির ভাষ্য, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আমরাও বর-বধু তেমন করে সাঁজা হয়নি। তাই তাই নতুন করে আনুষ্ঠানিকভাবে আমাদের বর-বধু সাঁজতে হলো।’

বিয়ের আয়োজন নিয়ে অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে আজ। আগের বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, আজ ছবি তুলতে বিয়ে করছি; এভাবেও বলা যায় (হাসি)।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর