মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

র‌্যাবকে তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা: পররাষ্ট্রমন্ত্রী


প্রতিনিধি, সুনামগঞ্জ প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২২ ৬:৪৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘র‌্যাবকে আমেরিকান ও ব্রিটিশরা তৈরি করেছে’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র‌্যাবকে আমেরিকা প্রশিক্ষণ দিয়েছে, নিয়মকানুন শিখিয়েছে। জিজ্ঞাসাবাদের পদ্ধতিও তাদের শেখানো।’

তিনি বলেন, ‘ওরা (আমেরিকা) বলেছে, গত ১০ বছরে বাংলাদেশে ৬০০ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ মিসিং হয়। এর দায় দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার তারা বের হয়ে আসছে।’

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামের ৪টি স্কুল পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা তাদের (আমেরিকা) জানাবো, হয়তো ঠিক মতো তাদের জানাতে পারিনি। কারণ অনেকে একতরফা তথ্য পেয়েছে। যারা ওদেরকে পছন্দ করে না। সব দেশেই ল এন্ড ফোর্স এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেরও কিছু হয়েছে। আগে বেশি ছিলো এখন খুব কম হয়েছে। যখনই একটা মৃত্যু হয় তখন জুডিশিয়াল প্রসেজে সেটির তদন্ত হয়।’

আরও পড়ুন: বিরোধী মতের নেতাদের গুম-খুনে র‌্যাব কাজ করেছে, দাবি আমীর খসরুর

র‌্যাবের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‌্যাব কাজে-কর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভ্যারি ইফেশিয়ান্ট এবং তারা করাপ্ট নয়। এ জন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে। দেশে সন্ত্রাসী তাদের কারণেই কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং ইউএস স্টেট ডিপাটেমেন্ট সেটা শিকার করেছে।’

আব্দুল মোমেন বলেন, ‘তথ্য যাচাই বাচাই না করে বড় বড় বিদেশি লোক না জেনে অভিযোগ করে। যারা অভিযোগ করেছে আমি তাদের আহ্বান করি। বলি আসেন, দেখেন, লোকজনের সঙ্গে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ, র‌্যাবের তাদের বিরুদ্ধে কাজ করে।’

সুনামগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী মিসেস সেলিনা মোমেন, যুক্তরাজ্যের ব্যবসা, পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর