শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ইভিএম ডিজিটাল ডাকাতির বাক্স, বিস্ফোরক মন্তব্য তৈমুরের


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২২ ৮:৩৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কোনো চুরি নয়, এটি ডাকাতি-এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘সব দলের সিদ্ধান্তই সঠিক, এই ইভিএমে কোনো নির্বাচনে যেন কেউ অংশ না নেয়। ইভিএম ডিজিটাল ডাকাতির বাক্স।’

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তৈমুর আলম কারাগারের বাইরে থাকা কারাবন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন।

তৈমুর আলম বলেন, ‘আমার কর্মীদের বিনা অপরাধে জেলে নেওয়া হয়েছে। তাদের জামিন দেওয়া হচ্ছে না। আমাকে কারাগারে নিয়ে তাদের মুক্তি দেওয়া হোক।’

তৈমুর আলম অভিযোগ করে বলেন, ‘আমি আজ এখানে এসে জানতে পারলাম, আমার আরেক কর্মী প্রচারণার মিছিল শেষ করে বাড়ি ফিরে গ্রেপ্তার হয়েছিল। তার পরিবারকে মুখ না খুলতে ভয়ভীতি দেখানো হয়েছিল। এই নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশে এসপি নৌকার প্রধান এজেন্ট হয়ে কাজ করেছে। সে আমার প্রতিটি কর্মীর বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখিয়েছে, তাদের গ্রেপ্তার করেছে, আমার বাড়ির কর্মচারীদের গ্রেফতার করা হয়েছে। সে নির্বাচনে এমনভাবে কাজ করেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে সে নির্দেশিত হয়ে প্রার্থীর এজেন্টের মতো কাজ করেছে।’

তিনি বলেন, ‘আমার নেতা-কর্মীদের জামিন না দিয়ে অমানবিক আচরণ করা হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আমি সরকারকে বলতে চাই, আমাকে গ্রেপ্তার করে কারাগারে নিক এবং আমার কর্মী ও কর্মচারীদের মুক্তি দিক। তারা তো কোনো অপরাধ করেনি, শুধু নির্বাচনের কাজ করেছে। অন্যায় করেছেন আপনারা, ভোট ডাকাতি করেছেন আর প্রশাসনকে দিয়ে নির্বাচন করিয়েছেন। এই বিচারও একদিন হবে এই নারায়ণগঞ্জের মাটিতে।’

আরও পড়ুন: মিষ্টি নিয়ে ‘কাকা’ তৈমুরের বাসায় আইভী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর