প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৭ জানুয়ারি, ২০২২ ৬:৩৮ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ের পর ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী ‘কাকা’ তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
আজ সোমবার বিকেল ৫টার দিকে কুশল বিনিময় করতে শহরের মাসদাইর এলাকায় তৈমুরের বাসায় যান তিনি।
এসময় দুই প্রার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তৈমুর আলম সাংবাদিকদের বলেন, ‘আইভীর সঙ্গে আমার যে সম্পর্ক এটি একটি আধ্যাত্মিক ও আন্তরিক সম্পর্ক। আমি সবসময় তার জন্য দোয়া করি। আলী আহমদ চুনকার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে। আমি মনে করি আমার মেয়ে জিতেছে।’
আইভীও একই সুরে কথা বলেন।
তিনি বলেন, ‘তৈমুর কাকা আমার বাবার মতো। তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কে। আমাদের অনেক পারিবারিক সমস্যা সমাধানে তিনি এগিয়ে এসেছেন। আমি বাবা-মার কবর জেয়ারত করতে এলে তৈমূর কাকার মায়ের সঙ্গে দেখা করতাম। নির্বাচনে জয় পরাজয় কোনো বিষয় না। আমাদের পারিবারিক সম্পর্কটা সারাজীবন থাকবে। কাকার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো।’
আরও পড়ুন: হ্যাট্রিক বিজয়ে আবারও নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী
গতকাল রোববার সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ‘কাকা’ তৈমুরের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন আইভী।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর পান ৯২ হাজার ৫৬২ ভোট।
এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে বিজয়ী হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও গিয়েছিলেন আইভী।
আরও পড়ুন: ইভিএম কারসাজিতে হারানো হয়েছে: তৈমুর