নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২২ ৩:২০ : অপরাহ্ণ
দেশে নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার খবর মিলেছে।
এদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন পুরুষ।
আক্রান্ত সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৯ জনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
আজ সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে নতুন আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।
পরীক্ষা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
আরও পড়ুন: যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত
এর আগে গত ৬ জানুয়ারি ১০ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছিল।
উল্লেখ্য, দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার।
তারাসহ পরবর্তীতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।