বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ১১:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য।

বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতিও আস্থা বাড়ছে ক্রেতাদের।

তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতা আকর্ষণে নতুন পণ্যের পসরা সাজানোর পাশাপাশি নানা অফার দিচ্ছেন বিক্রেতারা।

বাণিজ্য মেলায় বিভিন্ন ইলেকট্রিক পণ্যের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বলে দিচ্ছে, এসব পণ্যের প্রতি তাদের আলাদা আকর্ষণের কথা।

ক্রেতাদের বেশি নজর কাড়ছে নতুন ফিচারযুক্ত স্মার্ট টিভি।

জমে উঠেছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওভেনের মতো পণ্যের বেচাকেনা।

বুধবার রাজধানীর পূর্বাচলের ২৬তম ঢাকা আন্তর্জাতিক বালিজ্য মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখছিলেন তাসনুভা আনান শিশির। উদ্দেশ্য একটি স্মার্ট টেলিভিশন কেনা।

মেয়েকে সঙ্গে নিয়ে ওয়ালটন, মিনিস্টার, ভিশন, যমুনাসহ অন্যান্য ব্র্যান্ডের প্যাভিলিয়নও ঘুরে ঘুরে দেখেছেন তিনি।

সর্বশেষ নতুন প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য কিনতেই বিভিন্ন ব্র্যান্ডগুলো ঘুরে দেখছিলেন তারা।

তাসনুভা আনান শিশির বলেন, আমরা বেশকিছু নতুন ফিচারযুক্ত স্মার্ট টিভি দেখেছি। তবে দাম একটু বেশি। চিন্তা করছি, এর মধ্যে সাশ্রয়ী মূল্যে ভালো মানের একটি টিভি কিনবো।

বিদেশি ব্রান্ডের প্রতি বাড়তি ঝোঁক থাকলেও দেশি পণ্যের প্রতি অনেকটাই আস্থা রাখছেন মেলায় আসা ক্রেতারা।

২৫ হাজার থেকে লাখ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য কিনছেন তারা।

তবে মান নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও দাম বেশির অসন্তুষ্টি রয়েছে।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের নির্বাহী ব্যব্স্থাপক মো. জহির হাসান বলেন, আমরা নতুন ফিচারযুক্ত বেশ কিছু ইলেকট্রনিক পণ্য এনেছি। এর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, এসি, ওভেন এবং এলইডি লাইট। আমরা টিভিতে ই-বাল্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপন করেছি যা বাজারে প্রচলিত অন্য টেলিভিশনে পাওয়া দুষ্কর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমাদের টিভি স্বয়ংক্রিয়ভাবে তা প্রতিরোধ করতে সক্ষম হবে।

ভিশন প্রোডাক্টসের প্যাভিলিয়ন ইনচার্জ মাসুদ রানা জানান, তারা প্রায় ৫০টি ইলেকট্রনিক পণ্য প্রদর্শনীর জন্য রেখেছেন।

তিান বলেন, ‘আমাদের পণ্যের উপরে বিশেষ ছাড় শুরু হবে বৃহস্পতিবার থেকে। বর্তমানে আমরা ক্রেতাদের কাছ থেকে বেশ ভোলো সাড়া পাচ্ছি। ক্রেতারা চাইলে অথবা ডটকমের মাধ্যমে অনলাইনেও তাদের পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন।

মেলায় ভিশনের এসি মিলছে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৭৯ হাজার টাকার মধ্যে। টিভির দাম ১৪ হাজার ৪’শ থেকে শুরু করে ৩ লাখ ২৫হাজার টাকা। রেফ্রিজারেটর মিলছে ২৩ হাজার ৫’শ থেকে ৯৯ হাজার ৯’শ টাকায়। ওভেনের দাম শুরু ৫ হাজার ৮’শ থেকে ১৭ হাজার ৯’শ টাকা পর্যন্ত। গিজার মিলছে ৬ হাজার ৭’শ থেকে শুরু করে ৮ হাজার ৯’শ টাকায়।

মিনিস্টারের বিভাগীয় ব্যবস্থাপক (কর্পোরেট বিক্রয়) এফ এম মাহফুজুল ইসলাম বলেন, আমরা অনেক নতুন পণ্য এনেছি। আমরা এসি, টিভি, রেফ্রিজারেটরের উপরে ৭ পারসেন্ট ছাড় দিচ্ছি।

জানুয়ারির ১ তারিখ থেকে প্রথমবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

আগের বছরগুলোতে রাজধানীর আগারগাঁয়ে এ মেলা অনুষ্ঠিত হতো।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর দেশি ও আন্তর্জাতিক মোট ২২৫টি স্টল, ২৩ টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন স্থান পেয়েছে মেলায়।

মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সরকারি ছুটির দিনগুলোতে মেলা খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।

আরও পড়ুন: পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন যেভাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর