নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ৭:১৮ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ সংগঠনটির ৭৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার বিকেলে নগরীর জামালখানে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে আটক করে।
পরে রাতে এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘বুধবার জামালখানে বিএনপির কর্মসূচি থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে সংগঠনটির ৭৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।’
ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ভোট কারচুপির মামলা করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সাজানো হয়