সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দেশে আরও ১০ ওমিক্রন রোগী শনাক্ত, সবাই ঢাকার বাসিন্দা



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ১০:৩৮ : অপরাহ্ণ

দেশে নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

আক্রান্তদের সবাই ঢাকা শহরের বাসিন্দা বলে জানা গেছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ জনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

যার মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তবে ওয়েবসাইটটিতে করোনার ওমিক্রন আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ওমিক্রনের বিস্তার ঠেকাতে ১৫ দফা নির্দেশনা, যা মানতে হবে

এর আগে গত ৩১ ডিসেম্বর ১০ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভ্যারিয়েন্টটি বাংলাদেশে শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সংস্থাটি জানায়, ওমিক্রন শনাক্ত হওয়া দুজনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর