নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২২ ১:০১ : অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি আরও ৫০ টাকা কমিয়েছে সরকার।
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আগামীকাল মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দর ঘোষণা দিয়েছে।
এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮৫ টাকা কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩১৩ টাকা।
আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে কমলে ১ হাজার ১৬৬ টাকা
ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রতি কেজির মূল্য মূসক ছাড়া ৯২ দশমিক শূন্য তিন টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে।
গত ১২ এপ্রিল দেশে প্রথম বারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে বিইআরসি।
ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।
আরও পড়ুন: নতুন ঠিকানায় পর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার