শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

কক্সবাজারে ১৪৪ ধারা: স্থান পরিবর্তন করে সমাবেশ করলো বিএনপি


প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২২ ২:৫৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজার শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছিলো স্থানীয় প্রশাসন।

কিন্তু এর পরও স্থান পরিবর্তন করে সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। পুলিশি বাধার মুখে সোয়া ১০টার দিকে সমাবেশ শেষ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের শহীদ স্মরণই সড়কে সোমবার বিকালে সমাবেশের ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি।

বিএনপির ডাকা সমাবেশস্থল থেকে ১০০ গজ দূরে শহীদ মিনারে গণতন্ত্রের বিজয় উদযাপন কর্মসূচি দেয় যুবলীগ।

একই জায়গায় দুদল কর্মসূচি ডাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। তাদের সঙ্গে যোগদেন চারজন ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, প্রশাসনিক ঝামেলা এড়াতে ১৪৪ ধারা জারি করা স্থান পরিবর্তন করে শহরের ঈদগাঁও মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

আরও পড়ুন: আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ফুঁসলেন মির্জা ফখরুল

কক্সবাজারে ১৪৪ ধারা: স্থান পরিবর্তন করে সমাবেশ করলো বিএনপি

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়েছিলেন। সেখানেও সরকারের বাধা। তার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা এলো। দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় আসা সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই।’

তিনি বলেন, ‘কোটি মানুষের মায়ের চিকিৎসা করাতে যাদের বাধা তাদের প্রতি আমাদের ঘৃণা হয়। চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেয়া হোক। এটি তার মৌলিক অধিকার, মানবিক অধিকার।’

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে এ সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিলসহ জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশ শেষ হলেও দুপুরের পরও মিছিল আসা অব্যাহত থাকে।

মিছিলে ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাইসহ’ নানান স্লোগান দেন নেতা-কর্মীরা।

জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সে জন্য সকাল থেকে প্রশাসন মাঠে আছে। সমাবেশেও পুলিশ ছিল। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি।

আরও পড়ুন: এবার রাষ্ট্রপতির সংলাপ বর্জনের ঘোষণা দিলো ইসলামী আন্দোলন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর