শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

মেসি করোনায় আক্রান্ত



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২২ ৬:৩৮ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

একই সঙ্গে ফ্রেঞ্চ লিগের অন্যতম সেরা দল পিএসজি ক্লাবের আরও তিন ফুটবলারও করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রোববার পিএসজির অফিশিয়াল ফেসবুক পেইজে জানানো হয়, করোনা টেস্টে আমাদের চার ফুটবলার পজেটিভ হয়েছেন। মেসি ছাড়াও করোনা টেস্টে পজেটিভ হয়েছেন পিএসজির তারকা মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল। আমরা তাদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছেন।

সম্প্রতি ছুটি কাটাতে মেসি সপরিবারে আর্জেন্টিনায় গিয়েছিলেন।

ফ্রান্সে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার পর তার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজি ক্লাবে যোগ দেন মেসি।

আগামীকাল সোমবার ফরাসি কাপের ম্যাচ খেলবে পিএসজি। তৃতীয় বিভাগের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের।

সেই ম্যাচে খেলা হচ্ছে না এই চার ফুটবলারের।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ১০ জনের আর্সেনালকে হারালো ম্যানসিটি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর