মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ২:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ও।

চট্টগ্রামে এ বছর পাস করেছে ৯১.১২ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই হার ছিলো ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। যা গত বছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৭৮৩ জন বেশি।

জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র ও ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে শতভাগ পাসের পাশাপাশি ৪৫৯ জন জিপিএ-৫ পেয়েছে।

চলতি বছর চট্টগ্রাম বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন।

এর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর