শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল



প্রতিনিধি, মানিকগঞ্জ প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ১২:২১ : পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই সংলাপ গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ইলেকশন কমিশনের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সরকারের। সরকারই ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। দেশের রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, সেই রাষ্ট্রপতি যদি জনগণের সাথে প্রতারণা করার সুযোগ করে দেয় তাহলে আমরা এটা মেনে নিতে পারি না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে দেশে কোনো নির্বাচন হবে না।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র আবার আইনের শাসনের সবক দেয়: প্রধানমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার ভোটের আগের রাতে চুরি করে ক্ষমতা দখল করেছে। এখন তারা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। এ বিষয়ে আইনের দোহাই দিয়ে মিথ্যাচার করছে। অথচ আইনের ৪০১ ধারাতে স্পষ্ট বলা আছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যেতে পারে।’

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অনেকে বক্তৃতা করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর