রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২১ ৩:৩১ : অপরাহ্ণ
প্রথমবারের মতো স্থায়ী ঠিকানায় শুরু হচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামী ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে শুরু হবে এবারের মেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ২২৫টি স্টল থাকবে।
এবারের মেলার প্রবেশদ্বারে ভিন্নমাত্রা যোগ করবে পাঁচটি মেগা প্রকল্পের কাঠামো ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির কারণে গত বছর বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
তবে এবার স্থায়ী ঠিকানা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্যে বাণিজ্য মেলা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নতুন ঠিকানায় ২৬তম এই মেলায় দেশের একাধিক প্রতিষ্ঠানসহ অংশ নিচ্ছে ভারত, তুরস্ক, থাইল্যান্ড, চীন, ইরান, মালয়শিয়াসহ আট দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় দেশের বড় বড় প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোর্ট, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে।
মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটেরিয়া রয়েছে। যেখানে একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।
বিআরটিসি সূত্র জানিয়েছে, মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাখা হবে বিআরটিসির এসি ও নন এসি ৩০টি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বাসগুলো মেলা চলাকালীন সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে। এসব বাসে ন্যূনতম ভাড়া হবে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ বাস সার্ভিস।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক আলতাফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, পূর্বাচল উপ-শহর এলাকায় ২০ একর জমির ওপর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রটির নির্মাণকাজ শেষে হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের নির্মাণকারী প্রতিষ্ঠান ইপিবির কাছে এটি হস্তান্তর করে।
আরও পড়ুন: বাণিজ্য মেলা ঘিরে ফ্ল্যাট বাণিজ্য, ৫ হাজার টাকার ভাড়া এখন ৪০ হাজার!