বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২১ ৪:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেভাবে মতামত দেওয়া হয়েছে তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেবো। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।’

আরও পড়ুন: বিএনপির ৯৯ শতাংশ লোকই স্বাধীনতাবিরোধী: শেখ সেলিম

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার ছোট ভাইয়ের করা আরেকটি আবেদনের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যেহেতু অনুরূপ একটি আবেদন নিষ্পত্তি করে তাকে একবার সুবিধা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার তিনি আর এ সুবিধা পাবেন না। ফলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে আইন মন্ত্রণালয়ের মতামতে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের আরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। এগুলো সম্পন্ন করে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।’

আরও পড়ুন: দুবাই থেকে জেনারেল আজিজ কী বলতে চেয়েছেন?

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর