শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বান্দরবানে কুকি-চিনের সন্ত্রাসী নিহত: আইএসপিআর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২৪ ১০:১৯ : অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি আতঙ্ক হয়ে উঠেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অনন্য সরঞ্জাম উদ্ধার করে হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, টাকা লুট এবং পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এসব ঘটনার পর সেখানে অভিযান পরিচালনা করছে পুলিশ, আনসার, র‍্যাব ও সেনাসদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী।

গত বুধবার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, কুকি-চিন চাইলে শান্তির পথে ফিরতে পারে। শান্তি কমিটির সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি। এখনও আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে। এর জন্য যা প্রয়োজন সবই করা হবে।

তিনি হুঁশিয়ার করে বলেন, স্বাধীন দেশে এই অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব না। তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

পাহাড়ি ৭ উপজেলায় নিজেদের শাসন চায় কুকি-চিন

কুকি-চিনকে ছাড় দেওয়া হবে না, সেনাপ্রধানের হুঁশিয়ারি

কুকি-চিনকে কোণঠাসা করতে খাদ্য ও অর্থের যোগান বন্ধের কৌশল!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর