বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

টাইগার যুবাদের ২২৭ রানের রাজকীয় জয়, দুমড়ে-মুচড়ে গেলো কুয়েত



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২১ ৬:১১ : অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২২২ রানের জয়ে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা।

আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কুয়েত।

ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশের যুবারা।

২৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে কুয়েতের যুবারা। ২৫ দশমিক ৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৬৪ রান সংগ্রহ করে তারা।

ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট থেকে বিরতির কথা ভাবছেন সাকিব

লক্ষ্য তাড়ায় নেমে কুয়েত যুবারা যেনো দিশাহারা। ওপেনার মিট ভাবসার ছাড়া দাঁড়াতেই পারেনি আর কোনো কুয়েত ব্যাটার।

টাইগার যুব দলের পেসার, স্পিনারদের তোপে ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় লজ্জার পথেই ছিলো ভাবসারের দল।

যদিও অধিনায়ক ভাবসারের ৪৩ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত দলীয় রান ৫০ পার করে কুয়েত।

রাকিবুল হাসান, রিপন মন্ডল, এস এম মেহরবদের তোপে ৬৪ রানেই গুটিয়ে যায়।

৭৭ বলে ৫ চারে শেষ ৪৩ রান করে শেষ ব্যাটার হয়ে ফেরেন ভাবসার।

এর বাইরে কেবল দুই অঙ্ক ছুঁয়েছেন ৯ নম্বরে নামা মিরাজ আহমেদ (১১)।

৮ম উইকেট জুটিতে সর্বোচ্চ ২৭ রানের জুটি ভাবসার-মিরাজের।

বাংলাদেশ যুব দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট রিপন মন্ডলের, দুইটি করে নেন এস এম মেহরব ও রাকিবুল হাসান।

টাইগার যুবাদের ২২৭ রানের রাজকীয় জয়, দুমড়ে-মুচড়ে গেলো কুয়েত

এর আগে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ যুব দলের শুরুটা ভালো হয়নি।

শুরুতেই ওপেনার ইফতেখার হোসেনকে (২) হারায় বাংলাদেশ।

দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

আইচ মোল্লাকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন তিনি।

আইচ মোল্লা ২০ রান করে বিদায় নিলে ভাঙে জুটি।

তার আগেই ফিফটি তুলে নেন রবিন। ১৫তম ওভারে চার মেরে ফিফটি ছুঁয়েছেন ৫০ বলে।

এরপর এক পাশ আগলে রেখে আরিফুল ইসলাম ও তাহজিবুল ইসলামকে নিয়ে ৫৩ ও ৪৪ রানের দুইটি জুটি গড়েন রবিন।

আরিফুল ইসলাম ২৪ বলে ২৩ ও গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন রবিন।

ইনিংসের ৩২তম ওভারে ১০৭ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। তবে এরপর টিকেননি বেশিক্ষণ, ১১৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১১২ রান করে আউট হয়ে যান রবিন।

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো প্রান্তিক নওরোজ নাবিল এদিন অবশ্য ফিরেছেন ৫ রান করে।

২০৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে এরপর ২৯১ রানের পুঁজি এনে দেয় এস এম মেহরব।

২৪ বলে ৫ চার ১ ছক্কায় ৪২ রানের জড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে অধিনায়ক রাকিবুলের ব্যাট থেকে আসে ২১ রান।

কুয়েতের বোলারদের মধ্যে আব্দুল সাদিক নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুইটি করে উইকেট হেনরি থমাস ও মুহাম্মদ উমরের। একটি করে নেন মিরাজ আহমেদ ও আব্দুল্লাহ ফারুকের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৯১/১০ (৪৯.২ ওভার)
মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০
সাদিক ৪০/৩, উমর ৪৫/২

কুয়েত অনূর্ধ্ব-১৯ দল: ৬৯/১০ (২৫.৩ ওভার)
ভভসার ৪৩, মির্জা ১১
রিপন ১০/৩, রাকিবুল ১১/২, মেহরব ১৪/২

ফল: বাংলাদেশ ২২২ রানে জয়ী।

আরও পড়ুন: বিসিবিতে ব্যাপক রদবদল, কে কোন দায়িত্ব পেলেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর