নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
রাজধানীতে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাস চলাচলের নতুন সিস্টেম।
এদিন কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে একটি মাত্র কোম্পানির আওতায় বাস চলবে।
কোম্পানিভিত্তিক বাস সেবার শুরুটা হবে বুড়িগঙ্গার ওপাড়ে কেরানীগঞ্জের ঘাটারচর স্টপেজ থেকে। মোহাম্মদপুর, মতিঝিল, যাত্রাবাড়ি হয়ে এর শেষটা হবে কাঁচপুর।
পরীক্ষামূলকভাবে এই রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহন’ এর বাস।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি
মালিকানা ভিন্ন হলেও সব বাস চলবে একটি কোম্পানির অধীনে। বাসের সংখ্যা অনুপাতে লভ্যাংশ ভাগাভাগি করে নেবেন মালিকরা।
প্রাথমিকভাবে নগর পরিবহনের বহরে থাকবে ৫০টি বাস। যার ৩০টি বিআরটিসির দ্বিতল ও বাকিগুলো অন্য মালিকদের। এই রুটের সব বাস হবে সবুজ রঙের।
শুরুর দিন থেকেই ই-টিকেট সুবিধা পাবেন যাত্রীরা। বিভিন্ন পয়েন্টে এরইমধ্যে তৈরি হয়েছে যাত্রী ছাউনি।
ঢাকার দুই সিটি মেয়রের প্রত্যাশা, পরীক্ষামূলক এই ধাপ সফল হলে পুরো রাজধানীতে বাস্তবায়ন হবে বাস রুট রেশনালাইজেশন।
আরও পড়ুন: রাজধানীতে এবার নিয়ন্ত্রণে আসছে রিকশা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এর সমন্বয় যারা করছে তাদের বাকি রুটগুলো নিয়েও আলাপ করার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। এক মাসের মধ্যে আমরা আরেকটি মিটিং দেবো। যদি সফল হই তাহলে ওই মিটিংয়ে কি কি চ্যালেঞ্জ আছে তা পর্যালোচনা করবো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এটাকে পূর্ণাঙ্গ রূপে একশ বাসে উন্নিত করবো। যেখানে অন্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবে। তাদের প্রথমে আমরা সম্মতিপত্র দেবে।
ঢাকার দুই মেয়র বললেন, পরীক্ষামূলক চলাচল সফল হলে ধাপে ধাপে ঢাকার সব রুটেই এই পদ্ধতিতে বাস চলবে।
আরও পড়ুন:
পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)
মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া