সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিজয়ের উল্লাস



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২১ ৮:০০ : অপরাহ্ণ

বিজয়ের মাসে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে ফিরেছে হকি। শিরোপা দূরে থাক জয় এনে দিতে পারেননি তারা।

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিজয়ের উল্লাস এনে দিলেন মেয়েরা। ভারতকে হারিয়ে প্রথমবার জিতলেন সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে রেখে দিলো বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৭৯ মিনিটে দূর থেকে নেওয়া আনাই মোগিনির এক শটে গোল পায় বাংলাদেশ। মাতে বিজয় উল্লাসে।

এই টুর্নামেন্টের ভারতের মেয়েদের জন্য দুঃস্বপ্নের নাম হয়ে রইল বাংলাদেশ। সুমতি কুমারির দল এই পুরো আসরে দুটি গোল হজম করেছে।

প্রথমটি গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে। দ্বিতীয়টি ফাইনালে।

আরও মজার ব্যাপার হচ্ছে, কেবল এই দুই ম্যাচেই পরাজিত হয়েছে ভারত।

ঘরের মাঠের এশিয়ান চ্যাম্পিয়ন্সশিপ এই ফুটবল আয়োজনে ফেবারিট ছিলো বাংলাদেশ।

আসরে কোন ম্যাচে হারেনি মেয়েরা। হজম করেনি গোল।

গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে গুনে গুনে ১৯টি গোল দিয়েছে।

তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয়টা ছিলো (১-০) কষ্টের। ফাইনালেও কষ্টের জয় পেলো বাংলাদেশ।

লড়াইয়ে শুরুতে কিছু সময়ের জন্য আক্রমণ করে ভারত। বাকি সময়টা দাপট দেখায় স্বাগতিকরা। সুযোগও এসেছিল।

তবে গোল লাইন থেকে বল ক্লিয়ার করে দেয় ভারতীয় ডিফেন্ডার নির্মলা দেবী।

দ্বিতীয়ার্ধে বল জালে গড়ালেও তা বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে। ম্যাচের বাকি পুরোটা সময় নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বাংলাদেশ।

ভারতীয় রক্ষণভাগ যেমন দাপিয়ে বেড়িয়েছে মনিকা চাকমা-রিতুরা, তেমনি প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে গেছেন আঁখি খাতুনরা।

তবে ভালো খেলেও সোনার হরিণ খ্যাত গোলের দেখাটা পাওয়া হচ্ছিল না।

শঙ্কা জাগছিল, ফলাফলের জন্য টাইব্রেকারে দ্বারস্থ হতে হবে কিনা।

তবে নির্ধারিত সময়েই ফলাফল পাওয়া গেছে।

ভারতের ডেডলক ভাঙে ম্যাচের ৭৯ মিনিটে। রিপার পিছিয়ে দেওয়া বলে দুরপাল্লার শটে গোল করেন ডিফেন্ডার আনাই মোগিনি।

আরও পড়ুন: ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন যুবক, প্রাণ বাঁচাতে ৩০ ফুট উঁচু থেকে লাফ!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর