শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিএনপির বিজয় র‌্যালিতে নেতা-কর্মীদের ঢল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২১ ৫:৫৮ : অপরাহ্ণ

হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে বিজয়ের সুবর্ণজয়ন্তীর র‌্যালি করেছে বিএনপি। বিজয় র‌্যালি দৃশ্যত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মিছিলে রূপ নেয়।

আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত এই বিজয় র‌্যালিতে অংশ নিতে সকাল থেকে দলের নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

আরও পড়ুন: মোনাজাতে বঙ্গবন্ধুর খুনিদের জন্য ‘জান্নাত’ চেয়ে বহিষ্কৃত হলেন আ.লীগ নেতা

দুপুর নাগাদ বিএনপির নেতা-কর্মীদের ভিড় ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত চলে যায়। নেতা-কর্মীদের হাতে দেখা যায়, দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে লেখা রং-বেরং এর প্লেকার্ড-ব্যানার ফেস্টুন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

র‌্যালির উদ্বোধনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার জোর করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চেপে বসেছে। শুধু ক্ষমতার লোভে আওয়ামী লীগ রাজনৈতিক সব ধরনের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়েছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।’

আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার একাত্তরের সব চিন্তাভাবনাকে, আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গোটা জাতির ওপর স্টিমরোলার চালানো হচ্ছে। তারা আমাদের অর্জিত গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের অধিকার, ভোটের অধিকার ধ্বংস করেছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই বিজয় র‌্যালি নতুন করে বাংলাদেশের মানুষের সংগ্রাম শুরু করার শোভাযাত্রা। বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই শোভাযাত্রা। এই শোভাযাত্রার মধ্য দিয়ে সেই শুভ সূচনা করি, যার মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো।’

বিজয় র‌্যালি নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: এবার ফাইনাল খেলার সময় হয়েছে, সরকারকে ভিপি নুরের হুঁশিয়ারি (ভিডিও)

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর