মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সুস্থ রাজনৈতিক ধারায় বিএনপিকে ফিরে আসার আহ্বান কাদেরের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২১ ৭:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ষড়যন্ত্র, অপকৌশল ও অপপ্রচারের রাজনীতি পরিত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপন করেছে জাতি। এসময়ে বিএনপি ভবিষ্যত প্রজন্মের সামনে ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে ধরেনি। বরং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর।’

আরও পড়ুন: বিএনপির বিজয় র‌্যালিতে নেতা-কর্মীদের ঢল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাধীনতার ৫০ বছরে কোনো প্রাপ্তি খুঁজে পাননি! তার এই না পাওয়ার মর্মবেদনার উৎসমূল সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি। স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্তরাধিকার এবং একাত্তরের ঘাতক-যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক বিএনপি ও তাদের নেতা মির্জা ফখরুলের এই হতাশা ও মর্মবেদনাই দেশের গণতান্ত্রিক রাজনীতির পথ বিকাশের প্রধান অন্তরায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপরাজনীতিতে লিপ্ত। তারা ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে। যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের কাছ থেকে ‘স্বাধীনতার ৫০ বছরে কোনো প্রাপ্তি খুঁজে পাইনি’ এ ধরনের মন্তব্যই স্বাভাবিক।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অগ্রগতিতে জাতিদ্রোহী-দেশদ্রোহীদের যেমন গাত্রদাহ হয়- ঠিক তেমনি বিএনপি নেতাদেরও সহ্য হয় না।’

আরও পড়ুন: মোনাজাতে বঙ্গবন্ধুর খুনিদের জন্য ‘জান্নাত’ চেয়ে বহিষ্কৃত হলেন আ.লীগ নেতা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর