নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২১ ১০:৫০ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৮৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের ওজন ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা।
আজ শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট থেকে যাত্রীরা নেমে গেলে গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ফ্লাইটটিতে তল্লাশি শুরু করেন।
আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!
তল্লাশিতে বিমানের ১৭বি নম্বর সিটের নীচ থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪টি প্যাকেট বের করা হয়। সেগুলো খুলে পাওয়া যায় ৮৬ পিস স্বর্ণের বার।
শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ রাজনীতি সংবাদকে জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের একটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসব বারের ওজন ১০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে কমলে ১ হাজার ১৬৬ টাকা