রবিবার, ১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

খুশি হয়ে লাভ নেই, মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপিকে কটাক্ষ হানিফের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২১ ৭:৪২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

র‌্যাবের সাবেক ও বর্তমান ডিজিসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়াতে বিএনপি নেতারা খুশিতে বাকুম বাকুম শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এ সময় তিনি বিএনপিকে কটাক্ষ করে বলেন, ‘তারা (বিএনপি নেতারা) ভাবছেন, এবার বোধহয় সরকার চলে যাচ্ছে। স্পষ্ট করে বলে দিতে চাই, খুশি হয়ে লাভ নেই। কোনো অপশক্তি আমাদের পরাস্ত করতে পারবে না।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘হঠাৎ করে আমেরিকা আমাদের দুটি সংস্থার প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা অবাক হলাম। তাদের নির্দেশে নাকি ক্রসফায়ারে মানুষ মারা গেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে।’

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা প্রশ্ন রাখেন, ‘‘২০০৫ সালের ৫ জুন র‌্যাবের সেই সময়ের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার ফজলুল বারী মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে বলেছিলেন, ‘ক্রসফায়ার আছে, বাংলাদেশে এটা প্রয়োজন। এটার কোনো বিকল্প নেই, এটা চলবে।’ আমার জিজ্ঞাসা, সেই ফজলুল বারী এখন কোথায়? সে কী করে এখন আমেরিকার মতো জায়গায় থাকতে পারে? প্রকাশ্যে ক্রসফায়ারের পক্ষে কথা বলে যে মানবাধিকার লঙ্ঘন করেছিল, সেই ফজলুল বারী এখন কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারে? এক যাত্রায় দুই রকম ফল কেন?’’

বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধীদের আমেরিকায় আশ্রয় দেওয়ার সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আশরাফুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। কী করে খুনিকে আপনারা আশ্রয় দিয়েছেন? বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, আদালতে মৃত্যুদণ্ড হয়েছে-সেই মেজর নূরকে কী করে আপনারা রাষ্ট্রীয় আশ্রয়ে সেখানে রেখেছেন? এই নিষেধাজ্ঞা আসলে এক গভীর ষড়যন্ত্রের অংশ বলেই অনেকে মনে করছে।’

প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিচারণ করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘মহিউদ্দিন ভাইয়ের আন্দোলন-সংগ্রাম ছিল আমাদের কাছে প্রেরণার উৎস। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে গত ১৩ বছর ধরে উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় যখন দেখি কেউ কেউ আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে, ষড়যন্ত্র-চক্রান্ত করে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তখন মহিউদ্দিন ভাইয়ের কথা বারবার মনে পড়ে।’

আরও পড়ুন: ফটিকছড়িতে নজিবুল বশরের মতো এমপি থাকলে আওয়ামী লীগে গ্রুপিং থাকবে

বিশেষ অতিথির বক্তব্যে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। এই সময় সুশৃঙ্খলভাবে সংগঠনের ভিত্তি মজবুত করতে হবে। সংগঠনে কর্মী বাড়াতে হবে। ছাত্রলীগ-যুবলীগের সাবেক অনেক নেতা-কর্মী দীর্ঘদিন ধরে মূল দলে জায়গা পাচ্ছে না। তাদের মূল দলে জায়গা করে দিতে হবে। দলের মধ্যে প্রতিযোগিতা না থাকলে সাংগঠনিক কার্যক্রম বেগবান হয় না। মহিউদ্দিন চৌধুরী যখন বেঁচে ছিলেন তখনও দলের মধ্যে প্রতিযোগিতা ছিল।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ বি এম মহিউদ্দিন চৌধুরী কখনো রাজপথ ছাড়েননি, আমরাও রাজপথ ছাড়বো না। যেকোনো কঠিন সময় আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সহসভাপতি ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, সম্পাদক মণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর