শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

বগুড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ শ্রমিকের মৃত্যু



প্রতিনিধি, বগুড়া প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২১ ২:৩৫ : অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারখানার ভেতর থেকে এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে তাদের দেহ পুড়ে গেছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সান্তাহার হবির মোড় এলাকার বি আই আর এস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নওগাঁ এবং বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে মৃত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ওই প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি হতো। সকাল থেকে সেখানে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: কিষোয়ানের বিস্কুটের ভেতরে দেড় ইঞ্চি লম্বা হিজাব পিন!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর