বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

রাজকীয় বিয়ে, ভিকি এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে ক্যাটরিনা



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২১ ৯:২৫ : অপরাহ্ণ

হাজারটা গুঞ্জন, রাখঢাক ছাপিয়ে বিয়েটা সেরেই ফেলছেন বলিউডের আলোচিত জুটি  ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

কাচের কাজ করা ফুল দিয়ে সাজানো পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেছেন ক্যাটরিনা।

অন্যদিকে সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি।

ভিকি ক্যাটরিনার বিয়ে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বিগত একমাস ধরেই তাদের বিয়ে ঘিরে ছিল নানা জল্পনা।

খাবার দাবারের মেনু থেকে অন্যান্য সবকিছুতেই রাখঢাক ছিল দুজনের তরফ থেকেই।

পরিবারের সকলেও মুখে কুলুপ এঁটেছিলেন।

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ছিল বিয়ের ভেন্যু রাজস্থানের ‘সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা’!

বিয়েতে চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন ভিক্যাট। বিয়ের কোনো ছবি যেন ফাঁস না হয় সে জন্য মোবাইল ফোন, ক্যামেরা, সবকিছুই নিষিদ্ধ ছিল!

অতিথিদের প্রবেশের জন্য গোপন কোডও রেখেছিলেন এই যুগল।

তবে এতো কড়াকড়ি সত্ত্বে শেষ রক্ষা হলো না। সামনে এলো বিয়ে-পরবর্তী ছবি।

রাজস্থানের রিসোর্টের বারান্দায় ঝলক মিললো দুই তারকা দম্পতির।

রাজস্থানের দুর্গে রাজকীয় বিয়ে, ভিকি এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে ক্যাটরিনা

ভিকির পরনে সাদা আইভরি শেরওয়ানি, মাথায় পাগড়ি মুখে হাসির ঝলক।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে উঠেছেন ক্যাটরিনা। লাল লেহেঙ্গা চোলি, মাথাপট্টি, নাকে নথ-খুশির ঝলক চোখে মুখে!

একসঙ্গেই দুজনকে দেখা গেছে, সেই মুহূর্তে। গলায় জুঁইফুলের মালা, হাতধরে একসঙ্গে বিবাহ আসরে প্রবেশ করেন ভিকি এবং ক্যাটরিনা।

গত দুদিনে অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি ও সঙ্গীত। ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পরেছেন ক্যাট।

ক্যাটরিনা ভিকির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে মোট ১২০ জন উপস্থিত রয়েছেন ক্যাটরিনার বিয়েতে।

বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের টেস্টি খাবারের আয়োজন করেছে এই তারকা জুটি। সেই তালিকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি প্যান ইন্ডিয়ার নানা ডিশ।

যেহেতু ভিকি পাঞ্জাবী,তাই তার খাওয়া দাওয়াতেও থাকবে পাঞ্জাবি ডিশ। প্ল্যাটারে থাকছে ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন।

ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট। ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে রয়েছেন শ্যেফ শনোজ কুমার।

মেনুতে রয়েছে- ৫ রকমের অরগ্যানিক সালাদ, নেদারল্যান্ডস থেকে ফলের সম্ভার, ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো, ফ্রান্স থেকে চিজ, চকোলেট, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রকোলি স্যালাড, ছোলে বাটুরে, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি চুরমা, লাল মাস ( রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়ি সহ ৫ রকমের বিরিয়ানি। সেই বিরিয়ানি তৈরি করেছেন শ্যেফ ইমতিয়াজ কুরেশি ও তার টিম।

আরও পড়ুন:

শাহরুখ খানের সঙ্গে ছবি: মিথিলার বক্তব্যে তোলপাড়

দেখে নিন শাহরুখের ম্যানেজার পূজা কে, কী করতে হয় তাকে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর