সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

প্রতিমন্ত্রীর পদ হারানোর পর এবার দেশ ছাড়লেন মুরাদ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২১ ১১:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর মন্তব্য করে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মো. মুরাদ হাসান এবার দেশ ছেড়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জামালপুর-৪ আসনের এই সংসদ সদস্য।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে তিনি রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না।

গতকাল বুধবার মুরাদ হাসান কানাডায় যাওয়ার জন্য টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্র সংবাদমাধ্যমকে জানায়।

জানা যায়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার তাকে বুঝিয়ে দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে সারা দেশের ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে দাঁড়ায় সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই আওয়ামী লীগ নেতার অশ্লীল-কুরুচিপূর্ণ অডিও-ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে যান।
পদত্যাগপত্র জমা দিতেও আসেননি সচিবালয়ে।

গত ৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে উদ্দেশ করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. মুরাদ।

এরপর গত রোববার রাতে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়।

ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনারও হুমকি দেন।

বিষয়টি নিয়ে দেশজুড়ে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে।

এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার।

এসবের জেরে মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

তবে পদত্যাগপত্রে মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।

এছাড়া গেল মঙ্গলবার মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজকীয় বিয়ে, ভিকি এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে ক্যাটরিনা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর