বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

মুরাদকাণ্ড: ফোনালাপ ফাঁসের ঘটনায় ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২১ ৬:৩২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মো. মুরাদ হাসানের সাথে অশ্লীল-কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁসের ঘটনায় র‌্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিত্র নায়ক মামনুন হাসান ইমনকে।

আজ মঙ্গলবার বিকেলে তাকে র‌্যাব সদর দপ্তরে ডাকা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব সদর দফতরে যান তিনি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

তিনি জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী ইমনের সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয়। প্রাথমিকভাবে তার কোনো খারাপ উদ্দেশ্য পাওয়া যায়নি। রাত সাড়ে ১০টার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন।

উল্লেখ্য, গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্র নায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ফাঁস হয়।

ফোনে চিত্রনায়ক ইমনকে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান।

সে সময় রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অবস্থানরত তথ্য প্রতিমন্ত্রী ফোনালাপে মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনারও হুমকি দেন।

এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

ফোনালাপটি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মুরাদ হাসানের শাস্তির দাবি ওঠে।

এ অবস্থায় গতকাল সোমবার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনার পরই মঙ্গলবার দুপুরে ই-মেইলে সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।

আরও পড়ুন: 

জামালপুর আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে বহিস্কার

অবশেষে ক্ষমা চাইলেন মুরাদ হাসান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর