সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীতে বুধবার থেকে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক, থাকছে কিছু শর্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২১ ১১:২৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি।

আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে হাফ ভাড়া শুধু ঢাকা মহানগর এলাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য কার্যকর নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত বাস মালিকদের

হাফ ভাড়ার ক্ষেত্রে যেসব শর্ত
ভ্রমণকালে বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে।

তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে।

এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা।

পরে সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার একই পথে হাঁটলো ব্যক্তি মালিকানাধীন বাসও।

আরও পড়ুন:

মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করার নিয়ম

শাহরুখ খানের সঙ্গে ছবি: মিথিলার বক্তব্যে তোলপাড়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর