বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২১ ৯:৩১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিস্ফোরকভর্তি ড্রোন হামলা চালিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

স্থানীয় সময় আজ রোববার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এই ড্রোন হামলা চালানো হয়।

ইরাকি প্রধানমন্ত্রী অল্পের জন্য বেঁচে গেলেও তার তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং তিনি নিরাপদে ও ভালো আছেন। বিবৃতিতে এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।

হামলার পর এক টুইট বার্তায় মুস্তাফা আল-কাদিমি ‘দেশের ভালোর জন্য’ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের ভালোর জন্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’

গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

গত মাসে জাতীয় নির্বাচনের ফলাফলের পর রাজধানী বাগদাদে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়। অক্টোবরে অনুষ্ঠিত ওই নির্বাচনে ইরানের মদদপুষ্ট শিয়া মিলিশিয়া গোষ্ঠী অনেকগুলো আসন হারিয়েছে। ফলে তাদের সংসদীয় ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটলো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর