মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নোয়াখালীর সন্তান হিসেবে লজ্জা পেয়েছি: কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২১ ৩:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন?’-এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা, যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন… সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না…।’

নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এ ঘটনা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি।’

আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভোট আসলে আমরা হিন্দুদের কাছে গিয়ে মায়াকান্না করি, দরদ দেখাই। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা কেন নিশ্চুপ ছিল তার জবাব খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।’

সাম্প্রদায়িক এই সহিংসতার পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতা আছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানে নির্দিষ্ট করা আছে, কীভাবে নির্বাচন হবে। সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না-তার জন্য নির্বাচন বসে থাকবে না। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে, ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর