মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

‘বাংলাদেশে চীনের উপস্থিতি ভারতের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২১ ৪:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘বাংলাদেশ এবং মিয়ানমারে চীনের আগমন ভারতের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

তিনি বলেন, ‘প্রতিবেশি এই দুই দেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়েছে। বেইজিং দক্ষিণ এশিয়ায় কৌশলগত পা রাখার জায়গা খুঁজে পেতে বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপেও বিনিয়োগ করেছে।’

শনিবার ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

বিপিন রাওয়াত বলেন, ‘সম্প্রতি আমরা এই অঞ্চলে (দক্ষিণ এশিয়ায়) চীনের ভূ-কৌশলগত প্রতিযোগিতা এবং বিপুল বিনিয়োগ দেখতে পাচ্ছি। আর এটি করা হচ্ছে যাতে বেইজিংয়ের স্বার্থের প্রতি যথাযথ নিরাপত্তা নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরি করা যায়।’

ভারতের এই চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে ভারতের বিপদ দেখছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় কৌশলগত অস্থিতিশীলতার এক ‌‘সর্বব্যাপী বিপদ’ আছে; যা ভারতের ‘আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে’ হুমকির মুখে ফেলতে পারে।’

‘চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে অবশ্যই প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়াতে হবে’ জানিয়ে বিপিন রাওয়াত বলেন, ‘আমাদের প্রতিবেশিদের বলতে হবে যে, আমরা এখানে স্থায়ী বন্ধু হিসেবে আছি, তাদের সাথে সমান শর্তে সম্পর্ক গড়েছি এবং আমরা সকল প্রতিবেশিকে উন্নয়নে সমান অংশীদার হিসাবে বিবেচনা করি।’

ভারতের বিরুদ্ধে পাকিস্তান ‘ছায়া যুদ্ধ’ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেছেন, ‘জম্মু এবং কাশ্মিরে যখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, তখন আমাদের পশ্চিমের শত্রু সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সেখানে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজনকে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করছে।’

চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার বিষয়ে বিপিন রাওয়াত বলেন, ‘ভারত এবং চীনের মধ্যে সন্দেহ ছিল; উত্তেজনার নিরসনে সময় লাগবে। সশস্ত্র বাহিনী এবং বাহিনীর ব্যবস্থাপনার ওপর জনগণের বিশ্বাস এবং আস্থা রাখতে হবে।’

গত বছরের জুনের লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের পর থেকে দুই দেশের মাঝে উত্তেজনা চলছে। লাদাখের ওই সংঘাতে ভারতীয় ২০ সৈন্য নিহত হয়। তবে চীন বলছে, গালওয়ানের সেই সংঘাতে তাদের চারজন সৈন্যের প্রাণহানি ঘটেছে।

সূত্র; পিটিআই, স্ক্রল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর