মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

দেশি-বিদেশি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২১ ১১:৩৭ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ওই মহল ইচ্ছা করে সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটিয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক ওই মহল তা চায় না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

আজ রোববার সকালে বরিশালে পায়রা সেতুর উদ্বোধন এবং ঢাকা-সিলেট করিডাের সড়ক উন্নয়ন প্রকল্প ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে। অনেকেই আছেন যারা দেশের উন্নয়ন দেখেন না। তারা কেবল দেশের ধ্বংসই করতে চান। দেশের ক্ষতিই করতে চান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পায়রা বন্দরের মাধ্যমে সেখানে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে। লেবুখালি ব্রিজ উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ও পর্যটন খাতের উন্নতি হবে। অন্যদিকে পদ্মা সেতু কার্যকর হলে দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে। সিলেটের সড়কের ব্যাপারে অনেক ঝামেলা হয়েছে। অনেকবার ডিজাইন পাল্টাতে হয়েছে। কিন্তু আমরা তারপরেও সিদ্ধান্ত নিয়েছি যে সসেক ঢাকা-সিলেট করিডাের সড়ক উন্নয়ন প্রকল্প ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবো।’

সরকার প্রধান বলেন, ‘এদেশের যতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমরাই করে দিয়েছি। আর সিলেট শহরে যতখানি উন্নয়ন হয়েছে সেটি আওয়ামী লীগ সরকারের অর্জন। পায়রা বন্দরটিও আমরা নির্মাণ করে দিয়েছি। যদিও অনেকে এর ব্যাপারে আপত্তি তুলেছিল। কিন্তু আমরা বন্দরটি তৈরি করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা এই দেশকে গড়ে তুলেছিলেন। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা ধরে রেখেছি।’

শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। সেই কারণে আজ আপনাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছি। তবে ইচ্ছা ছিল গাড়ি নিয়ে সেতু ঘুরে দেখার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এক রকম বন্দিজীবন কাটাচ্ছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর