রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০২১ ১০:২০ : পূর্বাহ্ণ
আইডি বিস্ফোরণ ঘটিয়ে মালিতে সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ১৬ জন সেনার মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ১০ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী দাবি করেছে, জঙ্গিরা প্রথমে আঘাত করলেও পরে তাদের জবাব দেয়া হয়। এতে অন্তত আটজন জঙ্গি নিহত হয়েছে।
বুধবার এই আক্রমণের ঘটনা ঘটে মধ্য মালির বোদিও গ্রামে।
সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে। গত সেপ্টেম্বর মাসে একই ধরনের হামলায় আরো সেনার প্রাণ গিয়েছিল। জঙ্গিরা ওই অঞ্চলে নিজেদের মজবুত আধিপত্য তৈরি করেছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য।
২০১২ সাল থেকে মালি এবং পার্শ্ববর্তী নাইজার এবং বুরকিনা ফাসোতে উগ্র ইসলামপন্থি জঙ্গিরা হামলা চালাচ্ছে। গোটা অঞ্চলটি কার্যত এখন তাদের দখলে। পরিস্থিতির মোকাবিলায় এলাকায় ফরাসি এবং ন্যাটোর বাহিনী আছে। তা সত্ত্বেও জঙ্গিদের দমন করা যাচ্ছে না। মূলত রাস্তার ধারে আইইডি রেখে জঙ্গিরা সেনার উপর আক্রমণ চালায়। এছাড়াও রকেট লঞ্চার এবং আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে তারা।
সূত্র: ডয়েচে ভেলে