রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০, ধসে গেছে বহু বাড়ি-ভবন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০২১ ৯:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও তিন শতাধিক লোক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়।

আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন। বহু বাড়ি, ভবন বিধ্বস্ত হয়েছে। তার নিচে আটকে আছেন অনেক মানুষ।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসির নাসির জানান, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। শতাধিক মাটির ঘর ভেঙে পড়েছে। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মূলত এতো মানুষের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের সময় লোকজনকে রাস্তায় ছুটোছুটি করতে দেখা গেছে। ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলার নিকটবর্তী একটি এলাকায় ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই।

প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১০০ কিলোমিটার দূরের এলাকাটিতে বেশকিছু কয়লার খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর