বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ক্যাম্পের ভেতর রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা


প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্পের ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকে অফিস করছিলেন মুহিবুল্লাহ। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এপিবিএন গণমাধ্যমকে জানায়, দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুড়ে, যার তিনটিই মুহিবুল্লাহর বুকে লাগে।

জানা যায়, মিয়ানমার সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে মংডু টাউন শিপের সিকদার পাড়া গ্রাম থেকে পালিয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে আসেন মুহিবুল্লাহ।

এরপর তিনি মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন গড়ে তুলেন। মুহিবুল্লাহ সংগঠনটির চেয়ারম্যান ছিলেন।

২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। একই বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে ১৭ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ২৭ জন প্রতিনিধি অভিযোগ দেন মুহিবুল্লাহ ছিলেন তাদের একজন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর