সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘বিএনপিতে কবে গণতন্ত্র চর্চা হবে’, জানতে চান ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২১ ৪:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপিতে কবে গণতন্ত্র চর্চা হবে-এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আসলে নিজেদের অপরাধ না দেখে ঢালাওভাবে সবকিছুর জন্য সরকারকে দায়ী করার ভাইরাসে আক্রান্ত বিএনপি।’

আজ বুধবার সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘নির্বাচনবিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে? যে দলের মহাসচিব জনগণের ভোটে নির্বাচিত হয়ে পদত্যাগ করেন, কিন্তু তার দল সংসদে রয়েছে, এটা কোন গণতন্ত্র?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নাই তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। বিএনপির জাতীয় সম্মেলন তো দূরের কথা, গত এক যুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই কাল্পনিক অভিযোগ করুক প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই গণতন্ত্রের বিকাশের পথকে সংকুচিত করেছে। বিএনপিই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না গিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করে, গণতন্ত্রকে সংকুচিত করে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলগতভাবে আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দেশের যেকোনো রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর