সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আশঙ্কাই সত্যি হলো, কাবুল বিমানবন্দরের কাছে এবার ‘রকেট’ হামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২১ ৭:৫৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আমেরিকার আশঙ্কা সত্যি করে আবার বিস্ফোরণ হয়েছে কাবুলে। বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে আবারও বিস্ফোরণ হতে পারে।

তার এই সতর্কবার্তার ঠিক কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা ঘটলো।

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজে জানানো হয়, কাবুল বিমানবন্দরের কাছে খাজা বুগরা এলাকায় এক রকেট হামলা করা হয়েছে।

আফগান পুলিশের প্রধান জানিয়েছেন, হামলায় এই পর্যন্ত একজন শিশু নিহত হ্ওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করেন তিনি।

তাৎক্ষণিকভাবে কেউই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

চার দিন আগেই সন্ধ্যা নাগাদ কাবুল বিমানবন্দরের বাইরে প্রথমে অ্যাবি গেটের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। তারপর আবার আরেকটি বোমা বিস্ফোরণ হয় কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। দুটি বোমা বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ১৭৫ জন নিহত হয়।

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর যুক্তরাষ্ট্রসহ দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিক ও বিপুল সংখ্যক আফগান নাগরিক দেশত্যাগের জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানব্ন্দরে ভিড় করে।

১৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এক লাখের বেশি বিদেশী নাগরিক ও আফগানকে দেশটি থেকে বের করে নিয়ে গেছে।

https://twitter.com/i/status/1431966031820562434

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর