রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

‘বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং করা খেমা করেন’


প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিয়মিত প্রেস ব্রিফিং নিয়ে কঠোর সমালোচনা করলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উনি প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করেন বিএনপিকে দোষারোপ করে। এগুলো খেমা (বন্ধ) করেন, নিজের দলটাকে ঠিক করেন।’

গতকাল শনিবার বিকেলে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালীতে আওয়ামী লীগের দলীয় কোন্দল নিয়ে ওবায়দুল কাদেরের কাছে খায়রুল আনম প্রশ্ন রাখেন, ‘কাদের ভাই, আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রেখেছেন? কেন নোয়াখালীতে ১৫ আগস্টে তিন গ্রুপ হয়, বসুরহাটে দুই গ্রুপ হয়। কোনো খবর রেখেছেন, রাখেন নাই। আমার মনে হয়, প্রয়োজনও মনে করেন না। আপনাদের ক্ষমতাও আছে, মন্ত্রিত্বও আছে, সব থাকবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম বলেন, ‘প্রত্যেক উপজেলা থেকে ২০ জন করে ডেকে আপনি সমস্য সমাধান করে দিতে পারেন। কিন্তু আপনারা বসে বসে তামাশা দেখছেন। এটা কোথায় গিয়ে ঠেকে তামাশা দেখতে দেখতে আর সময় পাবেন না। দেখেছেন, বরিশালে কী হইছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এত বড় সাহস, তারা বিবৃতি দিতে পারে? একটা মামলা হয়েছে, আসামি ধরেছে, মামলা তদন্ত প্রক্রিয়া চলমান, এ রকম একটা বিষয়ে তারা বিবৃতি দিতে পারে? কোনো দিন পারে না। তদন্তাধীন একটা মামলার ব্যাপারে এভাবে বিবৃতি দিতে পারে না তারা। তাহলে দেশ কোথায় আছে?’

আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে খায়রুল আনম বলেন, ‘এখন আ.লীগের যে অবস্থা দেখছি আমি। তারেক জিয়া লাগবে না, বিএনপির প্রয়োজন নেই, আমাদের জন্য আমরাই যথেষ্ট। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই যথেষ্ট। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেন না। আমি আশা করব, সকলের বিবেক উদয় হবে। সবাই সহনশীল হয়ে দলটাকে গোছান।’

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর