রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

২১ আগস্ট মামলার রায়ে মির্জা ফখরুল খুশি হবার কথা নয়: আ জ ম নাছির


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২১ ১১:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘২১ আগস্ট মামলার রায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশি হবার কথা নয়’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘এ মামলার রায়ে সমগ্র জাতি সন্তুষ্টও নয়। কারণ গ্রেনেড হামলার পরিকল্পনাকারী তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হয়নি। তাই রাষ্ট্রপক্ষের উচিত, উচ্চ আদালতে রায় পুনঃবিবেচনার আবেদন করে পরিকল্পনাকারী তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না।’

শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

সাবেক সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ‘নানা নাটকীয়তা শেষে ছয়বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে চাঞ্চল্যকর গ্রেনেড হামলার বিচারকাজ শেষ হয়। বিএনপি ক্ষমতায় থাকলে এই মামলার বিচার ব্যাহত হতো এবং এটাই সত্য। বঙ্গবন্ধু হত্যার বিচারের ক্ষেত্রে যেমন সেটা সত্য, গ্রেনেড হামলার ব্যাপারেও তাই।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘একুশে আগস্টের গ্রেনেড হামলা যখন ঘটে, তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত। প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। যারা এই জঘন্য অপরাধ করেছিল তাদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দায় ছিল তৎকালীন সরকারের। কিন্তু তারা সেটা না করে মূল ঘটনা ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা পদক্ষেপ নেয়।’

তিনি বলেন, ‘অপরাধীদের নিরাপদে রাখার কৌশল নিয়েছিল সরকার। এর দায় অবশ্যই খালেদা জিয়াকে বহন করতে হবে।’

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. হোসেন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর