নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২১ ১১:১৫ : অপরাহ্ণ
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী । তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলূম মাদ্রাসায় জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা বৈঠক করে মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজার আগে মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির হিসেবে ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস রাজনীতি সংবাদকে জানান, মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের পরবর্তী সম্মেলন পর্যন্ত ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন।
আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের সম্মেলনে আমির নির্বাচিত হয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।
গত ৭ জুন হেফাজতের নতুন ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছিল মুহিবুল্লাহ বাবুনগরীকে। এর আগে আহমদ শফির নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির ছিলেন তিনি।
এছাড়া মুহিবুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ ত্যাগ করেন।