শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২১ ১১:৫০ : পূর্বাহ্ণ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে বিএনপি নেতা-কর্মীদের। জবাবে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়তে দেখা যায় পুলিশকে।

আজ (১৭ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

সংঘর্ষে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গুলিবিদ্ধ হয়েছেন।

অপরদিকে বিএনপি নেতা কর্মীদের ছোড়া ইট পাটকেলে তিন কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন তেঁজগাও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল ও শেরে-ই-বাংলা নগর থানার ওসি।

প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিএনপি নেতাদের অভিযোগ, জিয়াউর রহমানের সমাধিতে তারা ফুল দিতে গেলে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুঁড়ে। তখন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে পাল্টা আক্রমণ করে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/17/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর