রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
জাতির উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তায় তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, ‘যেভাবে আমাদের এখানে আসতে হয়েছে, তা কাঙ্ক্ষিত ছিল না। সেই সঙ্গে আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তাও কেউ ভাবেনি। এক সপ্তাহে দেশের সব গুরুত্বপূর্ণ শহরের পতন হয়েছে। বিশ্বে এমন ঘটনা আর কোথাও ঘটেনি।’
কাবুল দখল এবং বিজয় ঘোষণার দিন নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়।
তালেবানের উপপ্রধান মোল্লা বারাদার আখুন্দ বলেন, ‘কোনো রকম প্রতিরোধের মুখে না পড়ে আফগান সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিজয় এসেছে ঠিকই, কিন্তু সুষ্ঠুভাবে সরকার পরিচালনার আসল পরীক্ষা সবে শুরু।’
সহযোদ্ধা পরিবেষ্টিত হয়ে ভিডিও ভাষণে মোল্লা বারাদার আখুন্দ বলেন, ‘এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার। আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেবো, পুরো জাতির জন্য প্রশান্তি নিয়ে আসব, তাদের জীবনমানের উন্নয়নের জন্য যতদূর যা করা দরকার, আমরা তাই করবো।’
মোল্লা বারাদার বলেন, ‘আসল পরীক্ষার শুরু এখন। জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যা সমাধান এবং সেবা প্রদানের মাধ্যমে আমাদের সেটা মোকাবিলা করতে হবে।’